ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরাধিকার যেন থেমে নেই। এবার সেই ঐতিহ্যের শিখা হাতে নিচ্ছেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন তিনি। যা ফুটবল বিশ্বে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) ঘোষণায় জানা গেছে, ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রকে অন্তর্ভুক্ত করা হয়েছে তুরস্কে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৬ ফেডারেশন কাপের দলে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত, তুরস্কের আনাতোলিয়ায়।আরো পড়ুন:রোনালদোর অষ্টম পেনাল্টি মিস, তবুও শীর্ষে পর্তুগালএবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল রোনালদো জুনিয়রের জন্য এটাই প্রথম নয় জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দারুণ আলো ছড়িয়েছিলেন তিনি। ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দেন ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়। সেই ম্যাচে তিনি খেলেছিলেন...