“শ্রমিক-জনতার ঐক্য, সংগ্রাম, মর্যাদা ও মুক্তি” এর স্লোগান সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করেছে ১৭ অক্টোবর, শুক্রবার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অইদিন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। আজ ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণ-অভ্যুত্থানের ছাত্রনেতা কবি আহমেদ ইসহাক। আহমেদ ইসহাকের জন্ম ২০০০ সালের ২২ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর গ্রামে। তিনি আরবি সাহিত্যে স্নাতক। ২০১৮ সালে “রাষ্ট্রচিন্তা” মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীতে তিনি ‘রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক এবং কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতিতে তার অবদান যথেষ্ট প্রশংসিত। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৬ ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ছাত্রঐক্য এবং ডানপন্থী...