মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলছে বাংলাদেশ। তবে ব্যাটারদের স্ট্রাইকরেট দেখে তেমনটা মনে হওয়ার কোনো কারণ নেই। উইকেটে এসেছেন বাংলাদেশের ৮ জন ব্যাটার। এর মধ্যে কেবল নাজমুল হোসেন শান্তর স্ট্রাইকরেট ছিল পঞ্চাশ ছাড়ানো। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ওয়ানডেতে ব্যাটারদের এমন টেস্ট সূলভ ব্যাটিংয়ে ২০০ রান করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উইকেটে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের স্ট্রাইকরেটও ৫০। তবে নাসুম আহমেদ ফেরার পরে উইকেটে আসা নুরুল হাসান সোহান চেষ্টা করছেন হাতখুলে খেলার। কালো উইকেটে ব্যাটিং করাটা কঠিন, এই কথা অজানা নয়। এখানে স্পিনাররা যেকোনো সময় হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। সেসব মাথায় রেখে ব্যাট করছে বাংলাদেশ। ধীরেসুস্থে একটু একটু করে সচল রেখেছে রানের চাকা। নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন...