
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অন্তর্গত সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে এতে মূল বক্তা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক লিড, ডেলিনিয়েট ইনক. এর স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরাফাত হোসাইন চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্টকে রূপান্তর করছে এবং কীভাবে শিক্ষার্থীরা এই প্রযুক্তিকে নিজেদের দক্ষতার অংশ করে তুলতে পারে। এ প্রসঙ্গে তিনি সফটওয়্যার উন্নয়নে এআই এর কৌশল, এআই-পাওয়ার্ড অ্যাপ ও এআই-সহায়িত ডেভেলপমেন্টের পার্থক্য, রিয়েক্ট ও টাইপস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্টএন্ড তৈরি, নিরাপদ ব্যাকএন্ড ও এআই এপিআই ইন্টিগ্রেশন, ডেটা প্রাইভেসি, অ্যাপ ডিপ্লয়মেন্ট ও ইউএক্স ডিজাইন, অন-ডিভাইস এবং ক্লাউড-ভিত্তিক এআই মডেলের বাস্তব প্রয়োগ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ইমন হোর এর উপস্থাপনায় সেমিনারের উদ্বোধন...