দীর্ঘ সময় পর আজ রাতেই মিলছে এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ। একই আকাশে দেখা যাবে দুটি উজ্জ্বল ধূমকেতু এবং ওরিয়নিড উল্কাবৃষ্টি। স্পেস ডট কম জানিয়েছে, আজ ২১ অক্টোবর মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত আকাশে টেলিস্কোপে শুধু ধূমকেতু ও উল্কাবৃষ্টি নয়, পাশাপাশি দেখা যাবে সৌরজগতের দুটি বৃহৎ গ্রহ—শনি ও বৃহস্পতি। দুটি ধূমকেতুর সঙ্গে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে ওরিয়নিড উল্কাবৃষ্টি। ২০ ও ২১ অক্টোবর রাতজুড়ে এই উল্কাবৃষ্টি দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে, প্রতি ঘণ্টায় প্রায় ২০টি উল্কা দৃশ্যমান হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই রাতে আকাশে উজ্জ্বল হয়ে উঠবে দুটি ধূমকেতু—‘কমেট সি/২০২৫ আর২ (সোয়ান আর২)’ এবং ‘কমেট সি/২০২৫ এ৬ (লেমন)’। সোয়ান আর২ ধূমকেতুটি প্রথম দেখা যায় গত ১২ সেপ্টেম্বর। ইউক্রেনের শৌখিন জ্যোতির্বিদ ভ্লাদিমির বেজুগলি নাসার সোয়ান যন্ত্রের তোলা ছবিতে এটি...