২৯ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের দাবাড়ু ড্যানিয়েল নারুদেস্কি। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া তারকার আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছে পরিবার। নারুদেস্কির পরিবার তার ক্লাবের বরাতে শার্লোটে চেস সেন্টারে দেয়া বিবৃতিতে বলেছে, ‘নারুদেস্কির মৃত্যুর সংবাদটি দেয়া আমাদের কাছে বেশ দুঃখের। সেটাই জানাচ্ছি।’ ‘ড্যানিয়েল একজন প্রতিভাবান দাবাড়ু, ধারাভাষ্যকার এবং শিক্ষক ছিলেন। এই গোষ্ঠীর একজন সদস্যও।’ নারুদেস্কি ক্যারিয়ারের ১৯ বছর...