এই উইকেটে রান কম হবে, তা জানতে বিশেষজ্ঞ হতে হয় না। বাংলাদেশের ব্যাটাররাও বড় রানের পিছু ছোটেননি। গোটা ম্যাচেই ব্যাট হাতে সংগ্রাম করতে হয়েছে। শেষ দিকে অবশ্য হাত খুলে খেলেছেন মিডল অর্ডার। তাতে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২১৩ রান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে উইকেটে থিতু হতে না হতেই সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। টানা ১৪ বল ডট খেলে পঞ্চম ওভারে আকিল হোসেনের বলে স্লগ খেলে ছক্কা মেরে চাপমুক্ত হতে চেয়েছিলেন তিনি। পরের বলেই স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। ১৬ বলে ৬ রান করেন সাইফ। ওয়ানডাউনে নেমে ১১তম ওভারেই গুড়াকেশ মোতির ফাঁদে পড়েন হৃদয়।...