এ মাইলফলক ছুঁলে অ্যাপল বিশ্বের তৃতীয় চার ট্রিলিয়ন ডলারের কোম্পানি হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর তথ্য অনুসারে, চীন ও যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিক্রির ক্ষেত্রে আগের মডেলকেও ছাড়িয়ে গিয়েছে আইফোন ১৭ সিরিজ। বাজারে আসার প্রথম ১০ দিনের মধ্যেই এসব নতুন মডেলের বিক্রি আইফোন ১৬ সিরিজের তুলনায় ১৪ শতাংশ বেশি হয়েছে এই দুই দেশে। অ্যাপলের শেয়ারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬২.৯ ডলারে। ফলে কোম্পানির বাজারমূল্য হয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার কোটি ডলার। এতে করে এখন মার্কিন এআইচিপ নির্মাতা এনভিডিয়ার পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে অ্যাপল। সপ্তাহ শেষে অ্যাপলের শেয়ারকে নিজেদের ‘ট্যাকটিক্যাল আউটপারফর্ম লিস্ট’-এ যোগ করেছে বৈশ্বিক স্বাধীন বিনিয়োগ ব্যাংকিং ফার্ম ‘এভারকোর আইএসআই’। প্রতিষ্ঠানটির ধারণা, চলতি তিন মাসে অ্যাপল বাজারে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল...