বিশেষ প্রতিবেদকঃযুদ্ধ যুদ্ধ খেলায় মত্ত বিশ্ব। তাই যুদ্ধ ব্যয়ও এখন আলোচনার বিষয়। যুদ্ধ প্রযুক্তিতে যে যতো এগিয়ে, তাকেই ধরা হয় মহাশক্তিধর। তবে শক্তির অর্জনের এই পথ আসে কারি কারি অর্থ বিসর্জনের পথ বেয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শত্রুর দেশে বোমাবর্ষণ সহজ কিছু নয়। এ ক্ষেত্রে প্রধান অন্তরায় জ্বালানি নেয়া। অনেক ক্ষেত্রে জ্বালানি নিতে অন্য কোনো দেশে নামার সুযোগ না পেলে আকাশকেই বিকল্প হিসেবে বেছে নিতে হয়। আর মাঝ আকাশে জ্বালানি ভরার এই কাজটি খুব ব্যয়সাধ্য। এই ব্যয় শুনলে অনেকের কপালে ভাঁজ পড়তে বাধ্য। আধুনিক যুদ্ধ বিমানে মাঝ-আকাশে জ্বালানি ভরার সুবিধা থাকে। সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম ‘মিড এয়ার রি-ফুয়েলিং’। মাঝ-আকাশে ফাইটার জেটে তেল ভরার ক্ষেত্রে প্রয়োজন হয় একটি ট্যাঙ্কার বিমানের। হাতিয়ার বোঝাই যুদ্ধবিমানের আশপাশে উড়বে সেটি। জ্বালানি ভরতে হলে প্রথমে জেটের পাইলট...