শ্রীলঙ্কা প্রবেশের আগে পর্যটকদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। গত ১৫ অক্টোবর থেকে এই ব্যবস্থা সব দেশের পর্যটক ও ব্যবসার উদ্দেশে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে পুনরায় এই সম্পর্কে জানানো হয়েছে। হাইকমিশন থেকে পাঠানো নোটিশে জানানো হয়, গত ১৫ অক্টোবর থেকে যারা স্বল্প মেয়াদি অবস্থানের (পর্যটন ও ব্যবসা) জন্য শ্রীলঙ্কা ভ্রমণ করবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমেeta.gov.lkইটিএ গ্রহণ করতে হবে। এছাড়া পারস্পরিক বা দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী, সেশেলস, মালদ্বীপ ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ইটিএ ফি থেকে ছাড় দেওয়া হবে। চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানের পাসপোর্টধারীরা বিদ্যমান প্রবিধান অনুযায়ী বিনামূল্যে ইটিএ...