আগে এক লেখায় বলেছিলাম, জাতীয় পার্টিকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে এবং তাদের সুযোগ আসবে। জাতীয় পার্টির (জাপা) ভাগ্যের চাকা সম্ভবত আবার নড়তে শুরু করেছে। দলটিকে নানাভাবে বাতিলের তালিকায় ছুড়ে দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সরকারও জাপাকে নিষিদ্ধ করবে করবে করে শেষমেশ নানা কারণে পিছু হটতে বাধ্য হয়েছে। ঘরের বাতিল জিনিসও কখনো কখনো কাজে লেগে যায়, আবার ঘষেমেজে ঘরে তোলা হয়। জাতীয় পার্টির অবস্থাও হয়েছে তা-ই। এর আগে জাতীয় পার্টির ভাঙাভাঙির কাজটা সম্পন্ন হয়ে গেছে। চেয়ারম্যানের পদ একটা। দুজন জ্যেষ্ঠ নেতা চেয়ারম্যান হতে চাইছিলেন—জি এম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ। অনেক রকম সমাধান ছিল। যা হোক, যা হওয়ার তা হয়ে গেছে। দলটা দুই ভাগ হয়ে গেল। যাঁরা আফসোস করছেন, তাঁদের জন্য বলে রাখি, এটা জাতীয় পার্টির ষষ্ঠতম ভাঙন। আগের ভাঙনগুলো ছিল এই...