শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যানদের জন্য মাটির ধরন সব সময়ই আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে। কিন্তু মিরপুরে স্পিনারদের জন্য তা যেন স্বর্গের মতো। আজও তাই প্রমাণ হলো। বাংলাদেশের চারজন স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও নাসুম আহমেদ-মাঠে নামার সঙ্গে সঙ্গে তৈরি হলো এক শক্তিশালী ঘূর্ণিজাল, যা প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে। বাঁহাতি কিংবা ডানহাতি, অফস্পিন বা লেগস্পিন, সবাই মিলে মিরপুরের পিচে যেন নতুন মাত্রা যোগ করছে। একদিকে বাংলাদেশের স্পিনারদের দক্ষতা, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চারজন স্পিনার-দুই দলের মধ্যকার এই লড়াই কেবল বলের কৌশল নয়, এটি ব্যাটসম্যানদের মনোযোগ, ধৈর্য ও প্রতিরক্ষা পরীক্ষা করার এক অনন্য মঞ্চ। মিরপুরের পিচে আজ স্পিনাররা দিকনির্দেশনা দিচ্ছেন, আর ব্যাটসম্যানদের লক্ষ্য একটাই-ঘূর্ণির জালে আটকা না পড়া। এই লড়াইয়েই আজকের ম্যাচের মূল নাটক লুকিয়ে আছে। টস...