মিরপুরে খেলা হচ্ছে স্পিনারদের। দুই দলই দল সাজিয়েছে স্পিনারদের নিয়ে, পেসার মাত্র একজন। শেরে বাংলায় টস জিতে ব্যাট করতে নেমে এখন ক্যারিবীয় স্পিনারদের তােপে ধুঁকছে বাংলাদেশ। ১০৩ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৮ রান। মেহেদী হাসান মিরাজ ১ এবং নাসুম আহমেদ ২ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। দেখেশুনে শুরু করেছিল বাংলাদেশ। ওপেন করতে নামেন সাইফ হাসান আর সৌম্য সরকার। সাইফ আরও একবার ওয়ানডেতে ব্যর্থতা। ওপেনিং জুটিতে ২২ রান আসলেও সাইফ ফিরে যান ১৬ বলে মাত্র ৬ করে। সেট হয়ে আউট হন তাওহিদ হৃদয় (১৯ বলে ১২)। একইভাবে সেট হয়ে শট খেলতে গিয়ে...