নিজস্ব প্রতিবেদক: ইসলামি আলোচক ও বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার সাবেক স্ত্রী সাবিকুন নাহার-এর মধ্যকার পারিবারিক বিরোধ এবং সাম্প্রতিক সামাজিক উত্তাপের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুজনেই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির মীমাংসার ঘোষণা দেন। আবু ত্বহা তার স্ট্যাটাসে লিখেছেন,“পারিবারিক বিষয়টি দেশের বরেণ্য ওলামায়ে কেরামের মাশওয়ারার ভিত্তিতে শরিয়াহ মোতাবেক সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ।” খুলা তালাক সম্পন্ন:ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্বহা তার সাবেক স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেন। এতে তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। মোহরানা ও দেনা-পাওনা:বিয়ের মোহরানা পূর্বেই সম্পূর্ণ পরিশোধ করা হয়েছিল। এ বিষয়ে কোনো দেনা-পাওনা বাকি নেই। স্বর্ণ ও অর্থ ফেরতের প্রসঙ্গ:সাবিকুন নাহার দাবি করেছেন, তিনি প্রতিষ্ঠানকে অতীতে প্রায় ৮ ভরি স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার হিসেবে দিয়েছিলেন। ওলামায়ে...