বাবার পথেই হাঁটছেন ছেলে। ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে।আসন্ন তুরস্ক টুর্নামেন্ট দিয়েই শুরু হবে তার জাতীয় পর্যায়ের নতুন অধ্যায়। অক্টোবরের ৩০ তারিখ থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতার জন্য কোচ ফিলিপে রামোস ২২ জন ফুটবলারকে দলে ডেকেছেন, যার মধ্যে রয়েছেন রোনালদো জুনিয়রও। বর্তমানে রোনালদো জুনিয়র সৌদি ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলেন। ঠিক বাবার মতোই খেলেন বাম প্রান্তে। গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৫ আল নাসর দলের হয়ে তার একটি ফ্রি-কিক গোল ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বাবা রোনালদো ছেলের প্রতিভা নিয়ে অনেকবারই কথা বলেছেন। তিনি জানান, ‘দেখা যাক, ও বড় খেলোয়াড় হয় কি না। এখনো নয়। কখনো কখনো ও কোক পান করে, ফ্রেঞ্চ ফ্রাই খায়; তখন...