এক দশক আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মধ্যে প্রথম স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এবার সেই মর্যাদা হারিয়েছে। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী ২০২৫ সালে মার্কিন পাসপোর্ট ১২তম স্থানে নেমে এসেছে, মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে। এই পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়া ১৮০টি দেশ ভ্রমণ করতে পারেন। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান, যারা যথাক্রমে ১৯৩, ১৯০ ও ১৮৯ দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা দেয়। জার্মানি, লুক্সেমবার্গ ও ইতালি চতুর্থ স্থানে রয়েছে। বিশেষজ্ঞরা মার্কিন পাসপোর্টের পতনের কারণ হিসেবে কঠোর অভিবাসননীতি, ভিসার পারস্পরিক সহযোগিতার অভাব ও উচ্চ খরচকে দায়ী করছেন। উদাহরণস্বরূপ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ESTA) খরচ সম্প্রতি দ্বিগুণ হয়ে ৪০ ডলার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতন বিশ্বব্যাপী চলাচল ও সফট পাওয়ারের পরিবর্তনকেও নির্দেশ করছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেলিন বলেছেন, “যেসব দেশ উদারতা ও...