কালো উইকেটে ব্যাটিং করাটা কঠিন, এই কথা অজানা নয়। এখানে স্পিনাররা যেকোনো সময় হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। সেসব মাথায় রেখে ব্যাট করছে বাংলাদেশ। ধীরেসুস্থে একটুি একটু করে সচল রেখেছে রানের চাকা। নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। বিদায় নেন অঙ্কনও। ৩৫ বলে ১৭ রান করে আথানাজের বলে শেরফান রাদারফোর্ডের হাতে ধরা পড়েন স্কয়ার লেগে।এরপর সৌম্যও ফিরলেন ৮৯ বলে ৪৫ রান করে। ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে সবে ১০০ পার করেছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুরের কালো পিচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শুরু থেকে সাবধানী বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ছিল ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান। পাওয়ার প্লেতে...