কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার ১১টি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার বেলা ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বের করা এসব মিছিল থেকে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে মিছিল বের করেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল কুড়িলের দিক থেকে কুর্মিটোলা হাসপাতালের দিকে আসে। তখন পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। “এছাড়া একই মিছিল থেকে খিলক্ষেত থানাও ৪ জনকে আটক করে। মাঝখানে ডিভাইডার থাকায় ওই পার্শ্বের পুলিশ চারজনকে আটক করে।” শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করে। যাত্রাবাড়ী এলাকার একজন বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ...