মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্পিনে ভর করে খেলছে দুই দলই। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে স্পিনেই সুযোগ খুঁজেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ, যা প্রথম পাওয়ার প্লে থেকেই স্পষ্ট হয়ে গেছে। বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকেই প্রথম ওয়ানডের পরই টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংস শুরু হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও ডানহাতি রোস্টন চেজ দিয়ে। এ হলো তাদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার যখন প্রথম পাওয়ার প্লের পুরো ১০ ওভার স্পিনাররা বোলিং করেছেন। আকিল হোসেন করেছেন ৫ ওভার, রোস্টন চেজ করেছেন ৪ ওভার। বাকি ১ ওভার নিয়েছেন খ্যারি পিয়ের। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশও চার স্পিনার নিয়েছে একাদশে। শেষবার বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলেছিল ২০২২ সালের ১৬ জুলাই, তখনও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে মাত্র একজন পেসার ছিলেন—মুস্তাফিজুর...