ব্যাটিংয়ের দুর্দশায় ম্যাচের পর ম্যাচ ধুঁকছে বাংলাদেশ। বিশেষ করে, ওয়ানডে ব্যাটিংয়ের দুরাবস্থায় ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া এখন দুলছে শঙ্কার দোলাচলে। শুধু জাতীয় দলই নয়, আশেপাশে থাকা ব্যাটসম্যানদের বেশির ভাগই ছন্দে নেই। এই বাস্তবতা চিন্তায় ফেলেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে। দ্রুতই জাতীয় দলের জন্য একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ আনতে চায় তারা। বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ দলের কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নেই। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আপাতত দেখভাল করছেন ব্যাটিং। সবশেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে যাচ্ছেতাইভাবে সিরিজে হোয়াইটওয়াশড হওয়া তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শনিবার মিরপুরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিংয়ের সেই পুরোনো রোগ প্রকাশ্য হয়েছে আবার। মঙ্গলবারের দ্বিতীয় ওয়ানডেসহ টানা ৪৫ ম্যাচে নেই ওপেনিংয়ে শতরানের জুটি। ওপেনারদের সেঞ্চুরি আসেনি গত ৩৭ ম্যাচেও। উদ্বোধনী জুটির ঘনঘন পরিবর্তন এখন...