নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম দেশের আগামী পাঁচ বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রকাশ করেছেন। “আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?” শিরোনামের ওই বিশ্লেষণে তিনি ৫ আগস্টের পরবর্তী ঘটনা ও তার সামাজিক-রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে তিনটি সম্ভাব্য রাজনৈতিক দৃশ্যপট তুলে ধরেন। তার মতে, আগামী পাঁচ বছর দেশে বিভ্রান্তি, অস্থিরতা, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। একইসঙ্গে তিনি সতর্ক করেন, অর্থনীতির চলমান দুরবস্থা দরিদ্র জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে, ফলে সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। সাবেক সেনাপ্রধানের মতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকতে পারে। এরপর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে। তবে দলটি পুরো মেয়াদ শেষ করতে পারবে কি না, তা নির্ভর...