পর্তুগাল জাতীয় দলে খেলার পথে ক্রমশ এগিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলে অভিষেকেই করেছিলেন গোল, এবার ডাক পেলেন অনূর্ধ্ব-১৬ দলেও। পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের কোচ ফিলিপে রামোস আসন্ন ফেডারেশন কাপের জন্য দল দিয়েছেন। তুরস্কে আসর গড়াবে ৩০ অক্টোবর থেকে। পর্দা নামবে ৪ নভেম্বর। পর্তুগিজ যুবাদের আসরে প্রতিপক্ষ স্বাগতিক তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড। আল-নাসেরের একাডেমিতে বেড়ে ওঠা রোনালদো জুনিয়র পর্তুগালের বাইরে থেকে স্কোয়াডে ডাক পেয়েছেন।...