ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ রানেই বাংলাদেশের ইনিংসের অর্ধেক শেষ হয়ে গেছে। আউট হয়ে ফিরেছেন পাঁচ ব্যাটার। একপ্রান্ত আগলে লড়ে যাওয়া সৌম্য সরকারও ফিফটির কাছ থেকে ফিরেছেন। ৩৫ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানে আকিল হোসেনর বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা সাইফ হাসান। তিনে নেমে তাওহীদ হৃদয় ফিরেছেন ১৯ বলে ২ চারে ১২ রান করে। গুড়াকেশ মোতির ঝুলিয়ে দেওয়া বলটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে। তিনি ফিরলেন ১২ রান করে। সবচেয়ে অদ্ভুত আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (১৫)। ভালো শুরুর পর আলিক...