বিয়ের আগে অনেকের মনেই প্রশ্ন জাগে, আমি সঠিক মানুষকে বিয়ে করছি কি না? অথবা সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বাছাই করতে পারছি কি না? ইসলামের দৃষ্টিতে এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে ফিরে তাকাতে হবে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সর্বোত্তম আদর্শ ও দাম্পত্য জীবনের দিকে। তিনি ভালোবাসায় পূর্ণ, বিনয়ী, দয়ালু, বিশ্বস্ত, সহানুভূতিশীল ও উদার স্বামী ছিলেন। মানব ইতিহাসে তার চেয়ে নিখুঁত দাম্পত্য উদাহরণ আর কারো ক্ষেত্রে নেই। তাই প্রত্যেক মুসলিম নারীর জন্য দাম্পত্য জীবনকে আদর্শ হিসেবে নেওয়া উচিত। পুরুষদের জন্যও নবীজির হাদিসে রয়েছে যথেষ্ট দিকনির্দেশনা। হাদিসে মহানবী (সা.) বলেন, ‘নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো : তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ-সৌন্দর্য ও তার দ্বীনদারী। তবে তুমি দ্বীনদারীকে প্রাধান্য দেবে। নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৯০) এই...