কাবাডি ইভেন্ট দিয়ে এশিয়ান যুব গেমসে অধরা পদক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের মেয়েরা। বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে মঙ্গলবার এই কীর্তি গড়ে বাংলাদেশ। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়। আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে জমজমাট লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে...