ওপাশে একের পর এক ব্যাটারের আসা-যাওয়া দেখছিলেন। তবে এক পাশে সৌম্য সরকার ছিলেন অবিচল। আশা দেখাচ্ছিলেন ফিফটির। শেষ ৬ ম্যাচে যা দেখেনি বাংলাদেশ। এই সময়ে দলের কোনো ওপেনার ফিফটির দেখা পাননি। তবে এই খরা এবারও কাটল না। আশা দেখানো সৌম্যও ফিরলেন ফিফটির আগে। ৩০তম ওভারে দলীয় সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরেই বিদায় নিলেন তিনি। আকিল হোসেইনের বলটা ভেতরের দিকে ঢুকছিল। সেটা স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হলেন। বলটা মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন সৌম্য। সেখানে বাউন্ডারি লাইনে খারি পিয়েরে সহজ ক্যাচ নিতে ভুল করেননি। সৌম্য বিদায় নিয়েছেন ৮৯ বলে ৪৫ রান করে। বাংলাদেশ তাদের অর্ধেক ব্যাটার হারিয়ে ফেলেছে ১০৩ রানেই। ওপাশে একের পর এক ব্যাটারের আসা-যাওয়া দেখছিলেন। তবে এক পাশে সৌম্য সরকার ছিলেন অবিচল। আশা দেখাচ্ছিলেন ফিফটির। শেষ ৬ ম্যাচে...