অ্যাথানেজের শর্ট বলটি সাবেক অধিনায়ক শান্ত চাইলে উইকেটের যে কোনো পাশেই মারতে পারতেন। তবে বাঁহাতি এই ব্যাটার শর্ট বল দেখে লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন। ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। আউট হওয়ার পর শান্ত যেমন অবিশ্বাসে মাথায় হাত দিয়েছেন, তেমনি বোলার অ্যাথানেজেও দুই হাতে মুখ লুকিয়েছেন। এটি ওয়ানডেতে অ্যাথানেজের প্রথম উইকেট।মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে সাবধানী শুরু করে বাংলাদেশ। দলীয় ২২ রানে ১৬ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ। সৌম্যর সঙ্গে হৃদয় জুটি গড়ার আভাস দিলেও সেটি বাস্তবে রূপ নেয়নি। ১২ রান করে আউট হন হৃদয় আর শান্ত ফেরেন ১৫ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ৩ উইকেটে ৮৪ রান।এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে...