সম্প্রতি অনেক গ্রাহক হঠাৎ করে বাড়তি বিদ্যুৎ বিল পেয়ে উদ্বিগ্ন হয়েছেন। কিন্তু সব সময় অতিরিক্ত ব্যবহার বা ইউনিট রেটের কারণ নয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ভেতরের ভুল বৈদ্যুতিক সংযোগ, বিশেষ করে আর্থিং তার বা গ্রাউন্ডিং লাইন, বাড়তি বিলের অন্যতম বড় কারণ। অনেক বাড়িতে দেখা যায়, আর্থিং তার সরাসরি মেইন সুইচে নিউট্রাল লাইনের সঙ্গে যুক্ত করা হয়। এটি এক মারাত্মক ভুল। এর ফলে সার্কিটে অপ্রয়োজনীয় ‘কারেন্ট লুপ’ তৈরি হয়, যা মিটার অতিরিক্ত বিদ্যুৎ হিসাব করে। ফলে প্রকৃত ব্যবহারের তুলনায় বিল অনেক বেশি আসে। ভুল সংযোগে ঘরের যন্ত্রপাতি বন্ধ থাকলেও কারেন্ট লুপের মাধ্যমে কিছু বিদ্যুৎ চলতে থাকে। মিটার এটি অতিরিক্ত ব্যবহার হিসেবে ধরায়, যা সরাসরি আপনার বিল বাড়িয়ে দেয়। মেইন সুইচ বোর্ডে যাচাই করুন, আর্থিং তার নিউট্রালের সঙ্গে সরাসরি যুক্ত নয়। সংযোগ ‘সার্ভিস...