২১ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম বাবা ক্রিস্তিয়ানো রোনালদোর পথ ধরে আরও এক ধাপ এগিয়ে গেলেন ছেলে রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলের পর পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলেও ডাক পেয়েছেন তিনি। এর ফলে রোনালদোর স্বপ্ন পূরণের সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হলো। বছরের শুরুতে পরিবারের বড় ছেলেকে নিয়ে স্বপ্নের কথা জানাতে গিয়ে রোনালদো বলেছিলেন, ‘আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে।’ রোনালদোর বয়স ৪০ হয়ে গেছে। তার ফি যে ফিটনেস তাতে মনে হয় আরও কয়েক বছর চালিয়ে যেতে পারবেন জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার। এর মধ্যে রোনালদো জুনিয়র জাতীয় দলে ডাক পেলে স্বপ্ন পূরণ হয়ে যাবে কিংবদন্তি রোনালদোর। বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে লেফট...