প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম দেখেছিল অন্যরকম এক চিত্র। বাংলাদেশের ম্যাচ, অথচ নেই দর্শক। দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) একই চিত্র দেখা গেছে। বরং, প্রথম দিনের তুলনায় আজ দর্শক সংখ্যা কম৷ একটু কষ্ট করলে আঙুলে গোনা যাবে দর্শক সংখ্যা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। কালো মাটির উইকেট বানিয়ে স্বাগতিকরা তুলে নিয়েছে বড় জয়। তবু, দর্শক যেন আশার আলো দেখছে না। যার পরিণতি মিরপুরের ফাঁকা গ্যালারি। ২৫ হাজার ধারণক্ষমতার গ্যালারিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকুল্যে তিন হাজার দর্শকও নেই। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। ভাটা পড়েছে ক্রিকেট নিয়ে আগ্রহের জায়গায়। টস জিতে আজ ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ১২ ওভারের মধ্যে হারিয়েছে দুই উইকেট। গ্যালারি থেকে একটু পরপর ভেসে আসছে...