সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুরের কালো পিচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শুরু থেকে সাবধানী বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ছিল ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান। পাওয়ার প্লেতে ওপেনার সাইফ হাসার আউট হওয়ার পর ১১ তম ওভারেই ফিরেনন তাওহিদ হৃদয়। আজ ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই স্পিনারদের ব্যবহার করছে। উইকেটে টার্ন বেশি হওয়ায় বাংলাদেশের ব্যাটরদেরও বুঝেশুনে খেলতে হচ্ছে। যে কারণে রানের চাকাও ঘুরছে ধীরগতিতে। তবে বাংলাদেশর শুরুটা ভালোই হয়েছিল। ব্যটিংয়ে নেমে উইকেটে থিতু হতে না হতেই সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ। টানা ১৪ বল ডট খেলে পঞ্চম ওভারে আকিলের বলে স্লগ খেলে ছক্কা মেরে চাপমুক্ত হতে চেয়েছিলেন তিনি। পরের বলেই স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। স্পিন ভালো খেলায় তিন...