বাংলাদেশের ফুটবলে নতুন এক মাইলফলক গড়ল বসুন্ধরা কিংস। দেশের প্রথম ক্লাব হিসেবে টানা ষষ্ঠবারের মতো এএফসি কাপে অংশ নিচ্ছে তারা।এবারের অভিযাত্রা শুরু হচ্ছে কুয়েত থেকে। রোববার (২১ অক্টোবর) বিশেষ বিমানে কুয়েতের উদ্দেশে দেশ ছাড়ে তারা। আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের শক্তিশালী ক্লাব আল সীবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। তিন দিন পর, ২৮ অক্টোবর, মুখোমুখি হবে লেবাননের ঐতিহ্যবাহী ক্লাব আল আনসারের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর রাত ১০টায় কুয়েত এসসির বিপক্ষে। দেশ ছাড়ার আগে কোচ মারিও গোমেজ জানান,...