অনলাইনে নারীরা এমন অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে অনুসন্ধান করেন, যা হয়তো প্রকাশ্যে আলোচনা করতে তারা স্বচ্ছন্দ নন। সম্প্রতি গুগল সার্চের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, সৌন্দর্য, ত্বক ও চুলের যত্ন এবং মেকআপ সম্পর্কিত কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি তাদের কৌতূহল সবচেয়ে বেশি। গোপনে নারীরা গুগলে সবচেয়ে বেশি যে ১০টি বিষয় অনুসন্ধান করেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো: ১. বলিরেখামুক্ত ত্বক পাওয়ার উপায়:ত্বকের তারুণ্য ধরে রাখতে শুরু থেকেই যত্নের গুরুত্ব নিয়ে নারীরা সচেতন। বিশেষ করে ৩০ বছর বয়সের পর বলিরেখা দূর করার ঘরোয়া পদ্ধতি এবং উপযুক্ত স্কিন কেয়ার রুটিন সম্পর্কে তারা গুগলে বেশি সার্চ করে থাকেন। ২. স্মোকি আই মেকআপের সহজ টিপস:বর্তমানে জনপ্রিয় 'স্মোকি আই' লুকটি নিখুঁতভাবে করার জন্য নারীরা গুগলে টিউটোরিয়াল এবং ধাপে ধাপে নির্দেশিকা খোঁজেন। তবে এ ক্ষেত্রে ভুল...