নিশ্চিত জয়ের ম্যাচ ছিল। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১২ রান। শেষ ওভারে ৯ রান। এমন পরিস্থিতিতেও কেউ ম্যাচ হেরে যায়! তাও শেষ ওভারে প্রথম চার বলে টানা চারটি উইকেট হারিয়ে! শেষ মুহূর্তে চাপের সামনে ভেঙে পড়ার যে বাজে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, এটাই তার প্রমাণ। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেলো ৭ রানের ব্যবধানে। এমন ম্যাচেওকিভাবে হারতে হলো? যেখানে নিগার সুলতানা জ্যোতি নিজেও ব্যাট করছিলেন ৭৭ রান নিয়ে। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘শুরু থেকেই ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা ভালো ব্যাটিং করেছি, কিন্তু একজন ব্যাটার রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়ায় গতি হারাই। এরপর গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট পড়ে যায়। এর আগেও আমরা এভাবে তিনটি ম্যাচ হেরেছি, যা সত্যিই খুব কষ্টের। কোনো না কোনো পর্যায়ে আমরা আমাদের পরিকল্পনা...