চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। এবার সামনে সুযোগ আরও বড় প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়। সেই লক্ষ্যেই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জয় পেলেই নিশ্চিত হবে সিরিজ শিরোপা। অন্যদিকে, হার এড়াতে ও সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারিবীয় দল। ২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই সফলতার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়রা ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায়। দলের হয়ে একমাত্র ব্র্যান্ডন কিং কিছুটা...