তিস্তাপাড়ের মানুষের জন্য ৩০ অক্টোবর এই তারিখটি হয়ে উঠতে যাচ্ছে এক ভিন্ন প্রতীকের দিন। সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত থমকে থাকবে রংপুর বিভাগ। দোকানপাট বন্ধ, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাবে, ক্লাসরুমে থেমে যাবে পাঠ, অফিস-আদালতের কাজ থেমে যাবে-সব কিছু স্তব্ধ হয়ে যাবে তিস্তার জন্য। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, বরং তিস্তার বাঁচন-মরণ লড়াইয়ের প্রতীকী অভিব্যক্তি। গত কয়েক মাস ধরে উত্তরাঞ্চলের মানুষ একের পর এক কর্মসূচি পালন করে আসছে। ফেব্রুয়ারিতে তিস্তাতীরে ১১টি পয়েন্টে অবস্থান কর্মসূচি, অক্টোবরের শুরুতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান, সর্বশেষ ১৬ অক্টোবর তিস্তার দুই তীরে ১০৫ কিলোমিটারজুড়ে মশাল প্রজ্বলন। এই কর্মসূচিগুলো দেখিয়ে দিয়েছে, তিস্তা কেবল একটি নদী নয় এটি উত্তরাঞ্চলের হৃদস্পন্দন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে...