ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়। তবে মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তদের চোখ সেখানেই থেমে নেই। লক্ষ্য আরও বড় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সম্প্রতি কঠিন সময় পার করেছে। গত চারটি ওয়ানডে সিরিজেই হারের মুখ দেখেছে টাইগাররা। সেই হারগুলো দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। ধাক্কা সামলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া ছিল সময়ের দাবি। প্রথম ম্যাচে ৭৪ রানের জয় তাই শুধু একটি ম্যাচের জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীকও বটে। আর সেই আত্মবিশ্বাসের জোরেই আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। তবে শুধু সিরিজ জয়ই নয়, বড় কিছু ভাবছে বাংলাদেশ দল। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে...