আগের ম্যাচে ফিফটি করেছিলেন। সেই তাওহীদ হৃদয়কে আজ ‘প্রমোশন’ দেওয়া হয়েছিল। তুলে আনা হয়েছিল ব্যাটিং অর্ডারের তিন নম্বরে। তবে এই ‘প্রমোশন’ এর মান রাখতে পারেননি তিনি। ব্যর্থ হয়েছেন বড় রান তুলতে। সাইফ আজ ১৪ বল ডট খেলে রানের খাতা খুলেছিলেন। তার শূন্যস্থান পূরণে নামা হৃদয়ও একই পথ ধরেছিলেন। ৯ বল ডট দিয়ে এরপর রানের খাতা খুলেছেন। টানা দুই চার মেরে ইঙ্গিত দিয়েছিলেন দারুণ কিছুর। তবে সে প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেননি। এরপর আর বাউন্ডারি আসেনি একটিও। শেষ পাঁচ বলে তুলতে পেরেছিলেন ১ রান। সে চাপটাই তিনি সরাতে চেয়েছিলেন বাউন্ডারি মেরে। ইনিংসের ১১তম ওভারে গুদাকেশ মোতির স্লোয়ার মিড অন দিয়ে সীমানাছাড়া করতে গিয়েছিলেন। তবে তা টপ এজ হয়ে উঠে যায় ওপরে। পয়েন্টে সহজ ক্যাচটা লুফে নিতে ভুল করেননি আকিল। ১৯ বলে...