
দীর্ঘদিন অন্ধত্বে ভোগা একদল মানুষ আবারও পড়তে পারছেন বই ও সংবাদপত্র। যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত মুরফিল্ডস আই হাসপাতালের চিকিৎসকরা চোখের পেছনে বসানো এক ক্ষুদ্র ইমপ্লান্টের মাধ্যমে এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। আর এই প্রযুক্তির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন একজন বাংলাদেশি। সোমবার (২০ অক্তনর) প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ক্যালিফোর্নিয়াভিত্তিক সায়েন্স কর্পোরেশনের উদ্ভাবিত এই প্রযুক্তির ক্লিনিক্যাল ট্রায়ালে চিকিৎসক হিসেবে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত মুরফিল্ডস আই হাসপাতালের সিনিয়র ভিট্রিওরেটিনাল কনসালট্যান্ট ড. মাহিউল মুকিত খান, যিনি এনআরবি ব্যাংকের অন্যতম স্পনসর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক হিসেবেও পরিচিত। প্রাইমা ইমপ্লান্ট নামে পরিচিত এই প্রযুক্তিটি বিশেষভাবে তৈরি করা হয়েছে চোখের রোগ ড্রাই এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন-এর উন্নত পর্যায় জিওগ্রাফিক অ্যাট্রোফি-তে আক্রান্ত রোগীদের জন্য। যুক্তরাজ্যে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা আড়াই লক্ষাধিক এবং বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষ...