২১ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম পাকিস্তান ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্বে আরও একবার হলো পালাবদল। মোহাম্মাদ রিজওয়ানকে সরিয়ে পাকিস্তানের এক দিনের ক্রিকেটের নেতৃত্ব দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মঙ্গলবারের বিবৃতিতে রিজওয়ানকে সরিয়ে দেওয়ার কারণ জানানো হয়নি। সেখানে ৩৩ বছর বয়সী কিপার-ব্যাটারের নামও উল্লেখকরা হয়নি। ইসলামাবাদে নির্বাচক কমিটির সঙ্গে পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের বৈঠকের পর নতুন অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এমন সময় ঘোষণা এসেছে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন রিজওয়ান ও আফ্রিদি দুজনই। অথচ পাকিস্তানের তিন সংস্করণে যে তিন অধিনায়ক ছিলেন সেখানে রিজওয়ানকেই মনে করা হচ্ছিল নিশ্চিত। সেই রিজওয়ানকেই সরিয়ে দেওয়া হলো আগে। গত কয়েক দিন ধরেই পাকিস্তান গণমাধ্যমে খবর বের হতে থাকে, রিজওয়ানকে...