আমাদের জীবনের একটা বড় অংশ এখন সাপ্তাহিক ছুটির ওপর নির্ভর করে। শুক্র, শনি বা রোববার—বিভিন্ন দেশে ছুটির দিন ভিন্ন হলেও এটা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যদি প্রশ্ন করা হয়, এ ছুটির দিন কি ধর্মীয় বিধান থেকে এসেছে, নাকি আমাদের সমাজ আর অর্থনীতির প্রয়োজনে তৈরি হওয়া নিয়ম? বিশেষ করে ইসলামের দৃষ্টিকোণ থেকে শুক্রবারের ছুটি কি ধর্মীয়ভাবে বাধ্যতামূলক, নাকি শুধু প্রশাসনিক একটি সিদ্ধান্ত? আসুন, এ প্রশ্নের উত্তর আমরা ইসলামি শরিয়াহ, ঐতিহ্য ও সমাজের বাস্তবতার আলোকে দেখি। ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম ধর্মে ছুটি ও উৎসবের ধারণা একেক রকম। ইহুদি ধর্মে শনিবার পবিত্র একটি দিন। বাইবেলের জেনেসিসে (২: ২-৩) বলা হয়েছে, ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন এবং সেই দিনকে পবিত্র করেছিলেন। তাই শনিবারে কোনো কাজ করা যায় না, এটি পুরোপুরি বিশ্রাম ও উপাসনার...