মেয়েদের ২০৩১ ফুটবল বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। আসরের সহ-আয়োজক হতে মেক্সিকো, জ্যামাইকা ও কোস্টারিকার সঙ্গে বিড করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সকার ফেডারেশন সভাপতি সিনডি পারলো কোন এ তথ্য জানিয়েছে। গত মে’তে ভোটে সিদ্ধান্ত হয় ৩২ দল থেকে বাড়িয়ে ২০৩১ মেয়েদের বিশ্বকাপ ৪৮ দল করা হবে। ২০২৬ সালের এপ্রিলে ফিফা সংগ্রেসে আনুষ্ঠানিক ঘোষণা হবে দল বাড়ানোর বিষয়টির। সিডনি কোন বলেছেন, ‘আমরা বেশ গর্বিত বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার জন্য বিড করায়। যেহেতু মেক্সিকো, জ্যামাইকা ও কনক্যাকাফ...