পেশাদার ফুটবলার হতে ট্রায়াল, সেটি ছিল ভুয়া আয়োজন। যেটির জন্য সেনেগাল থেকে ঘানায় গিয়েছিলেন চেইখ তোরে। ১৭ বর্ষী সেনেগালিজ গোলরক্ষক অপহরণ হন ঘানায় গিয়ে। পরে অপরাধী চক্রের হাতে খুন হয়েছেন তোরে। চির-অপূর্ণ থেকে গেল পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন। তোরে সেনেগালের রাজধানী ডাকারের ইস্পিরিট ফুট ইয়ুম্বেল একাডেমির রেজিস্টার্ড ফুটবলার। স্ক্যামারদের দেয়া ফুটবল স্কাউটিংয়ের তথ্যে মরক্কোর একটি ক্লাবের জন্য ট্রায়ালে সাড়া দিয়েছিলেন তিনি। যেজন্য ঘানায় পাড়ি জমিয়েছিলেন। সাজানো সেই ট্রায়ালে সাড়া দিয়ে ঘানার কুমাসিতে পৌঁছানোর পর তোরেকে অপহরণ করা হয়। যারা আবার তাকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছিল।...