
আজকাল আমাদের অনেক কাজই ল্যাপটপ ছাড়া সম্ভব না—চাকরি হোক, পড়ালেখা বা বিনোদন। কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু ভুল করি, যেগুলোর কারণে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমে যায়। তখন চার্জ কম ধরে, হুট করে বন্ধ হয়ে যায় বা পুরো ল্যাপটপটাই ধীরে ধীরে স্লো হয়ে পড়ে।ভালো খবর হলো, এই সমস্যাগুলোর বেশিরভাগই এড়ানো যায়—শুধু কিছু ছোট অভ্যাস ঠিক করলেই হয়। চলুন, জেনে নিই এমন ৬টা সাধারণ ভুল যেগুলো আপনার ল্যাপটপের ব্যাটারির ক্ষতি করে দিচ্ছে প্রতিদিন।সব সময় চার্জে রেখে ব্যবহার করাঅনেকেই ল্যাপটপ চার্জে দিয়ে সেটি দিয়েই কাজ করতে থাকেন, এমনকি ব্যাটারি ফুল চার্জ থাকলেও। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় এবং ধীরে ধীরে তার পারফরম্যান্স কমতে থাকে।করণীয়ইংরেজিতে সাবলীল কথা বলার ৭ বাধা ও সমাধান- ব্যাটারির চার্জ ২০% এর নিচে নামলে চার্জ দিন-...