অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ জানালেন, নিউইয়র্ক থেকে ফিরে মাত্র দুটি অনুশীলন সেশনেই তিনি অ্যাশেজের জন্য পুরোপুরি প্রস্তুত। প্যাট কামিন্সের পিঠের চোটের কারণে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়ার সম্ভাবনাও বর্তাতে পারে তার কাঁধে। স্মিথ সম্প্রতি সিডনিতে ফিরে ক্রিকেট সেন্ট্রালে নিউ সাউথ ওয়েলস দলের বিপক্ষে অনুশীলনে অংশ নেন। এর আগে তিনি তিনদিন থ্রো-ডাউন অনুশীলন করেছিলেন। এখন তিনি দুইটি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলবেন— একটি কুইন্সল্যান্ডের বিপক্ষে গ্যাবায়, আরেকটি ভিক্টোরিয়ার বিপক্ষে এসসিজিতে— তারপর মুখোমুখি হবেন ইংল্যান্ডের। তবে স্মিথের মতে, এত প্রস্তুতিরও তেমন দরকার নেই, কারণ তিনি নিজেকে আগেই প্রস্তুত মনে করছেন, ‘সত্যি বলতে, আমার কেবল দুইটা সেশনই যথেষ্ট। এখনই মনে হচ্ছে আমি প্রস্তুত। শরীর দারুণ লাগছে, মুভমেন্ট ভালো, আর আমি মানসিকভাবেও ঠিক জায়গায় আছি।’ তিনি আরও বলেন, ‘আমি বেশ কঠোর অনুশীলন...