পাকিস্তান ক্রিকেট দলে ফের বড় ধরনের পরিবর্তন এসেছে। ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বাবর আজমের জায়গায় মাত্র এক বছর আগে, ২০২৪ সালের অক্টোবরে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছিল। তাকে সরানোয় পাকিস্তানের ক্রিকেটে চলছে আলোচনার ঝড়। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এই সিদ্ধান্তের জন্য সরাসরি দায়ী করেছেন দলের প্রধান কোচ মাইক হেসনকে। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা তুলেছিল বলেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো? এখন মনে হচ্ছে এমন এক মানসিকতা তৈরি হয়েছে যে, একটি ইসলামি দেশে একজন অনইসলামিক (অমুসলিম) অধিনায়ক থাকা উচিত!’ তিনি আরও যোগ করেন, ‘এই সিদ্ধান্তের পেছনে মাইক হেসন আছে, তাই না? তিনি এমন সংস্কৃতি পছন্দ করেন না যেখানে ধর্মীয় চর্চা থাকে। তারা এটা...