ব্রাজিলের ফুটবল ইতিহাসে এমারসন লেও এক উজ্জ্বল নাম। ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি গোলরক্ষক ও পরবর্তী সময়ে খ্যাতনামা কোচ এবার কঠোর ভাষায় সমালোচনা করেছেন দেশেরই আরেক তারকা নেইমারকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে লেও স্পষ্ট বলেছেন, ‘নেইমার কারও জন্যই উদাহরণ নয়।’সাম্প্রতিক সময়ে সান্তোসে ফিরে নেইমারের দিন ভালো কাটছে না। চোটের কারণে নিয়মিত বাইরে থাকছেন, খেলার ছন্দ খুঁজে পাচ্ছেন না আর দলও পড়ে আছে অবনমনের হুমকিতে। সেই পরিস্থিতিতে সাবেক জাতীয় দলের এই কিংবদন্তি বলেন, “সে তার ক্যারিয়ার শুরু করেছিল এক অসাধারণ প্রতিভা হিসেবে। আমি মনে করি, একবার সান্তোসের বিপক্ষে খেলতে গিয়ে আমি ওর পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন বলেছিলাম, ‘শোনো ছেলে, আমাদের তোমাকে বিশ্বকাপে দরকার, নিজের যত্ন নিও।’ আর দেখো, সেটাই সে কখনও করে না।”লেও আরও যোগ করেন, ‘নেইমারের ব্যাপারে আমার...