ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা আজ মাঠে নেমেছে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। এর আগে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের হারিয়ে লিড নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচের মতো আজও স্পিনাররাই বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। তাই বাংলাদেশের একাদশে তাসকিন আহমেদের বদলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। এদিকে স্পিনে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দলে ঢুকেছেন আকিল হোসেন। প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ...