চলচ্চিত্র থেকে পলিটিক্স বাদ দেওয়ার কথা বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ মন্তব্য করেন তিনি। এ দিন নিজের ও ছেলের মামলা দেখাশোনার কাজে আদালতে যান ওমর সানী। তিনি বলেন, ‘১০ বছর আগে থেকে চলচ্চিত্রের ভয়ংকর অবস্থা চলছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে চলচ্চিত্র শিল্পীদের পুরো পলিটিক্যাল সাবজেক্ট বাদ দিতে হবে। ডিরেক্টর, প্রডিউসার ও আর্টিস্ট এদেরকে পুরো পলিটিক্স সাবজেক্টটা বাদ দিয়ে চলচ্চিত্র নিয়ে ভাবনা তৈরি করলে এ জায়গাটা ফ্রেশ থাকে। চলচ্চিত্রে যারা ভয়ংকর অবস্থা তৈরি করেছে, কিছু কিছু দাঁড়কাক বাহিরে আছে, এখানেও আছে। তাদের কথা না বলি।’ চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘যতই দূরে থাকি না কেন, এ চলচ্চিত্র দিয়েই আমি ওমর সানী। চলচ্চিত্রকে ভালো...