ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নিজেদের প্রিয় ওয়ানডে সংস্করণে যেন জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ১২ ওয়ানডের ১১টিতেই হার, সর্বশেষ চার ওয়ানডে সিরিজই হাতছাড়া অন্তত তেমনটাই সাক্ষ্য দেয়। পারফরম্যান্সের গ্রাফ নীচে নামার পাশাপাশি র্যাঙ্কিংয়েও দশে নেমে যায় বাংলাদেশ। এতে সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনার পথও কঠিন হতে থাকে। উইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ। গত শনিবার মিরপুরে ৭৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। একই ভেন্যুতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুদল। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নেবেন মেহেদী হাসানরা মিরাজরা। সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের পর মিরপুরের ‘কালো’ উইকেট আর আউটফিল্ড নিয়ে সমালোচনা কম হয়নি।...